Tomar Chokher Kajale Biswajit Chatterjee Bengali Song Sung By Biswajit Chatterjee And Released On 3rd February 2020 Under Saregama, Music Given By Nachiketa Ghosh, Lyrics Penned By Gauriprasanna Mazumder, 03:12 Is Total Duration Time Of "Biswajit Chatterjee" – Tomar Chokher Kajale Song, Tomar Chokher Kajale song download Mp3
Album | Nayak Jakhon Gayak – Biswajit Chatterjee |
Singers | Biswajit Chatterjee |
Lyricist | Gauriprasanna Mazumder |
Music By | Nachiketa Ghosh |
Label | Saregama |
Released On | 03 Feb, 2020 |
Tomar Chokher Kajale Song Lyrics
Lyrics By : Gauriprasanna Mazumder
তোমারই চোখের আঙ্গিনায়
এখনও কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মত বাস ভালো
তুমি কি আমায় আগের মত বাস ভালো
এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মত
পরশ বুলায় বৃষ্টি ধারায় এসে
তোমার ধিঘল চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যত আলো
তুমি কি আমায় আগের মত বাস ভালো
তুমি কি আমায় আগের মত বাস ভালো
এখনো কি পুরোনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে
এখনো কি তেমনি করে
সাঁঝের প্রদিপ জ্বালো
তুমি কি আমায় আগের মত বাস ভালো
তুমি কি আমায় আগের মত বাস ভালো
তোমারই চোখের আঙ্গিনায়
এখনও কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মত বাস ভালো!!