Kopaler Bhaje Piya Chakraborty Bengali Song Sung By Piya Chakraborty And Released On 10th February 2020 Under Anupam Roy Creations, Music Given By Anupam Roy, 03:49 Is Total Duration Time Of "Piya Chakraborty" – Kopaler Bhaje Song, Kopaler Bhaje song download Mp3
Album | Kopaler Bhaje |
Singers | Piya Chakraborty |
Music By | Anupam Roy |
Label | Anupam Roy Creations |
Released On | 10 Feb, 2020 |
Kopaler Bhaje Song Lyrics
Lyrics By :
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু
কারোর পায়ের শব্দ আমি মন প্রাণ দিয়ে চাইছি
নিঃশ্বাস তুমি ফিরে যাও আমি যন্ত্রনা ভালোবাসছি
তাই ঝড়ের কাছাকাছি এই কাতর বিবরণ
এর পরেও জেগে থাকে পাথরকুচি মন
কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত।
ছটফট করে কাটা ঘুড়ি গুলো,
ধারালো সুতোর চিৎকার
নিস্তেজ আমি বসে থাকি,
কোনো দ্রুতগামী রেল কবেকার
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি এই পাথরকুচি মন
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি পাথরকুচি মন।
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু,
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু
চোখের আড়ালে থেকে গেলো কত কিছু।