
Tumi Sundar Tai Cheye Thaki Satinath Mukherjee Song Download
- admin
- 0
Tumi Sundar Tai Cheye Thaki Satinath Mukherjee Bengali Song Sung By Satinath Mukherjee And Released On 19th May 2020 Under Saregama, Music Given By Kazi Nazrul Islam, Lyrics Penned By Kazi Nazrul Islam, 03:17 Is Total Duration Time Of "Satinath Mukherjee" – Tumi Sundar Tai Cheye Thaki Song, Tumi Sundar Tai Cheye Thaki song download Mp3
Album | Anjali Laho Mor – Kazi Nazrul Islam |
Singers | Satinath Mukherjee |
Lyricist | Kazi Nazrul Islam |
Music By | Kazi Nazrul Islam |
Label | Saregama |
Released On | 19 May, 2020 |
Tumi Sundar Tai Cheye Thaki Song Lyrics
Lyrics By : Kazi Nazrul Islam
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?