
Tomar Amar Thikana Calcutta Youth Choir Song Download
- admin
- 0
Tomar Amar Thikana Calcutta Youth Choir Bengali Song Sung By Calcutta Youth Choir And Released On 28th April 2020 Under Saregama, Music Given By Sudhin Dasgupta, Lyrics Penned By Shibdas Banerjee, 04:21 Is Total Duration Time Of "Calcutta Youth Choir" – Tomar Amar Thikana Song, Tomar Amar Thikana song download Mp3
Album | Amra Korbo Joy – Shramik Dibash |
Singers | Calcutta Youth Choir |
Lyricist | Shibdas Banerjee |
Music By | Sudhin Dasgupta |
Label | Saregama |
Released On | 28 Apr, 2020 |
Tomar Amar Thikana Song Lyrics
Lyrics By : Shibdas Banerjee
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা মেকং ভল্গা ঘুরে
গঙ্গার স্রোত ধরে পেয়েছে চলার নিশানা। (তোমার আমার ঠিকানা)২
কন্ঠের সুর কভূ মানে না ভাষা
হৃদয়ের ভাষাতেই মেটে পিপাসা
সাত মহাসাগরে উজানে ভেসে
আমরা যেখানে থামি সেই সীমানা (তোমার আমার ঠিকানা)২
যেখানে কান্না আর রক্ত মেখে
আঁধারের বাঁধ ভেঙে সূর্য ওঠে আকাশে আবার
সেখানে নিশানা আছে এগিয়ে যাবার
যখন আঁখের স্বাদ নোনতা লাগে
লবঙ্গ বনে ঝড়ে হাওয়ারা জাগে
একবুক ভালোবাসা উজাড় করা
এখানে ফসল ফলে প্রাণেরই সোনা
তোমার আমার ঠিকানা…