
Tomake Bhebe Lekha Fuad, Shanto Song Download
- admin
- 0
Tomake Bhebe Lekha Fuad, Shanto Bengali Song Sung By Fuad And Released On 28th May 2020 Under NorthStar Music Publishing Ltd, 05:06 Is Total Duration Time Of "Fuad, Shanto" – Tomake Bhebe Lekha Song, Tomake Bhebe Lekha song download Mp3
Album | Best of Fuad, Vol. 5 |
Singers | Fuad,Shanto |
Label | NorthStar Music Publishing Ltd |
Released On | 28 May, 2020 |
Tomake Bhebe Lekha Song Lyrics
Lyrics By :
মন ভালো নেই বারে বারে মনে হয়
তুমি পাশে নেই ভাবি ধুর ছাই
কেনো কাটে না সময়
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে
বড় অভিমান হয়
রাতে কাটে নির্ঘুম
আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায়এতটা!!
তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সবস্মৃতিগুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ আমাকেও
খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা!!
জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাকো আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ
ভালোবাসো আমায় এতটা!!