Shune Ne Dev Arijit, Nikhita Gandhi Song Download

Shune Ne Dev Arijit, Nikhita Gandhi Bengali Song Sung By Dev Arijit And Released On 27th April 2020 Under Shree Venkatesh Films Pvt. Ltd., Music Given By Arindom, Lyrics Penned By Prasen, 04:28 Is Total Duration Time Of "Dev Arijit, Nikhita Gandhi" – Shune Ne Song, Shune Ne song download Mp3
Album | Love Aaj Kal Porshu |
Singers | Dev Arijit,Nikhita Gandhi |
Lyricist | Prasen |
Music By | Arindom |
Label | Shree Venkatesh Films Pvt. Ltd. |
Released On | 27 Apr, 2020 |
Shune Ne Song Lyrics
Lyrics By : Prasen
শুনে নে, আমার হাঁটাহাঁটি
আমার পরিপাটি, ভয় ভয়,
শুনে নে, আমার গল্প বলা
ভয় ভয়।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম।
কেন,
অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি,
নিয়নে, পিওনে রেখে দিয়ে
তোর নাম, নাম।
লুকোনো সে যে একপাশে
লুকিয়ে দেখো বসে আছে,
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে।
লুকোনো আছে একপাশে
লুকিয়ে কেউ বসে আছে,
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম. ও. নাম.
ঘুমিয়ে কেউ তোরই সাথে
হাতের পাশে হাত রাখে,
না পাওয়া কিছু ছবিগুলো আজও
পাওনা করি নিজে নিজে, ভুলতে বসে।
শুনে নে, আমার হাঁটাহাঁটি
আমার পরিপাটি, ভয় ভয়,
শুনে নে, আমার গল্প বলা
ভয় ভয়।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম।
কেন,
অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি,
নিয়নে, পিওনে রেখে দিয়ে
তোর নাম, নাম, ও. নাম.