Jakhon Parbe Na Mor Payer Chinha Hemanta Kumar Mukhopadhyay Bengali Song Sung By Hemanta Kumar Mukhopadhyay And Released On 28th April 2020 Under Saregama, Music Given By Rabindranath Tagore, Lyrics Penned By Rabindranath Tagore, 03:14 Is Total Duration Time Of "Hemanta Kumar Mukhopadhyay" – Jakhon Parbe Na Mor Payer Chinha Song, Jakhon Parbe Na Mor Payer Chinha song download Mp3
Album | Bishwa Kobi – Rabindranath Tagore |
Singers | Hemanta Kumar Mukhopadhyay |
Lyricist | Rabindranath Tagore |
Music By | Rabindranath Tagore |
Label | Saregama |
Released On | 28 Apr, 2020 |
Jakhon Parbe Na Mor Payer Chinha Song Lyrics
Lyrics By : Rabindranath Tagore
শিরোনামঃ যখন পড়বে না মোর
রবীন্দ্রসঙ্গীত
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা
কাঁটালতায় উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি–
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায়
করবে খেলা এই আমি– আহা, কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-
ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।