Aaj Jeno Nei Kono Bhabna (From "Deep Jwele Jai") Lata Mangeshkar Bengali Song Sung By Lata Mangeshkar And Released On 2nd March 2020 Under Saregama, Music Given By Hemanta Kumar Mukhopadhyay, Lyrics Penned By Gauriprasanna Mazumder, The Features Star Cast Of Song Such As Basanta Choudhury, Suchitra Sen, Pahari Sanyal, Anil Chatterjee, Lily Chakravarty, 03:13 Is Total Duration Time Of "Lata Mangeshkar" – Aaj Jeno Nei Kono Bhabna (From "Deep Jwele Jai") Song, Aaj Jeno Nei Kono Bhabna (From "Deep Jwele Jai") song download Mp3
Album | Romance With Bengali Heroines |
Singers | Lata Mangeshkar |
Lyricist | Gauriprasanna Mazumder |
Star Cast | Basanta Choudhury,Suchitra Sen,Pahari Sanyal,Anil Chatterjee,Lily Chakravarty |
Music By | Hemanta Kumar Mukhopadhyay |
Label | Saregama |
Released On | 02 Mar, 2020 |
Aaj Jeno Nei Kono Bhabna (From "Deep Jwele Jai") Song Lyrics
Lyrics By : Gauriprasanna Mazumder
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা
ভ্রমরের বেণু সুর তুলবে
সেই সুরে মন আমার ভুলবে
ভ্রমরের বেণু সুর তুলবে
সেই সুরে মন আমার ভুলবে
কহিবে ফাগুন যেন আমারে
আমি তোমার ভুবন ছেড়ে কভু যাবো না
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা
জানিনা সে তো আমি জানিনা
জানিনা সে তো আমি জানিনা
ওগো কোন সুদূরে
আমায় বলাকারা ডাক দিয়ে যায় যে উড়ে
কত কথা প্রাণে যেন জাগলো
আপনারে কত ভালো লাগলো
কত কথা প্রাণে যেন জাগলো
আপনারে কত ভালো লাগলো
আঁখিতে স্বপন আছে জড়ানো
আমি এ আবেশ কভু ফেলে যেতে চাবো না
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা