Aagun Timir Biswas Bengali Song Sung By Timir Biswas And Released On 27th December 2019 Under Grassroot Entertainment Pvt. Ltd., Music Given By Timir Biswas, 05:23 Is Total Duration Time Of "Timir Biswas" – Aagun Song, Aagun song download Mp3
Album | ASUR |
Singers | Timir Biswas |
Music By | Timir Biswas |
Label | Grassroot Entertainment Pvt. Ltd. |
Released On | 27 Dec, 2019 |
Aagun Song Lyrics
Lyrics By :
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়
তুফান আসে দেখ, কোন দরিয়ায়
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়
কে ডাকে আমায়
সে আসে কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
হাজার মনের হাজার কথায়
আজকে আমার কী আসে যায়
যত রাগ ফেলে যাই পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই এ চিতায়
কে ডাকে আমায়
সে আসে কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
ভাঙছে আকাশ, সব ভেসে যায়
দু’হাত আমার আগুন জ্বালায়
হিসেব যত থাক পড়ে দুনিয়ার
মিশে যাই মাটিতে
মাটির মতোই হয়ে
রইলো যে স্বপ্ন আমার
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই এ চিতায়
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়
তুফান আসে দেখ কোন দরিয়ায়
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়
কে ডাকে আমায়
সে আসে কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়